দোলনচাঁপা, মহিলা বাস সার্ভিস।গেটম্যানও একজন নারী। ছবিতে প্রথম দেখলাম। যদিও আমার এখনো চোখে পড়ে নাই।অসাধারণ উদ্যোগ। পর্যায়ক্রমে সকল রুটে বাস চালু করা হোক এবং বাসের সংখ্যা বাড়ানো হোক। ঢাকা শহরের যে অবস্থা চাপাচাপি করে বাসে চলাচলে মহিলারা যতটা না বিব্রত হয় তার চেয়ে পুরুষ মানুষ বেশি বিব্রত হয় আমি মনে করি। এখানে আরেকটা বিষয় আছে অনেক সময় দেখা যায় যে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে তখন পুরুষ মানুষ সম্মানার্থে সিট ছেড়ে দেয় এবং নিজের দাঁড়িয়ে যাতায়াত করে।যদি এরকম সার্ভিস পুরো ঢাকা শহরে দিতে পারে তবে খুব ভালো হবে।

Leave a Comment